সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ

হেলাল শেখঃ সাংবাদিকদের উপর চলমান মিথ্যা মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদ এবং দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই২০২৫ইং) সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়ালসেতুর নিচে এই মানববন্ধনের আয়োজন করে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্তমান সময়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা নানাভাবে হুমকি-ধমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। অথচ আজ তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এজন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা একযোগে বলেন,
“সাংবাদিকদের কলম যেন কোনো ভয় বা হুমকির কাছে মাথানত না করে, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”

অংশগ্রহণকারী সাংবাদিকরা দ্রুত আইন পাসের দাবিতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং এ দাবি আদায়ে সারাদেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *