বদরগঞ্জে নদীতে ডু-বে তিন শিক্ষার্থীর মৃ-ত্যু, “জীবিত ১ শিক্ষার্থী পুলিশ হেফা-জতে

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে পৃথক দুটি ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) যমুনেশ্বরী নদী ও চিকলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার তিন ছাত্রমেহেদী হাসান সিয়াম (১৩), আলীফ হোসেন (১২) ও আল হুসাইন (১৩) সকালে বাথরুমের জানালা টপকে পালিয়ে যান। পরে তারা গোসল করতে নামে যমুনেশ্বরী নদীতে।
দুপুরে স্থানীয়রা বদরগঞ্জের পাকেরমাতা এলাকার ব্রিজের নিচে নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এরপর বিকেল ৫টার দিকে একই নদী থেকে উদ্ধার করা হয় আলীফ হোসেনের মরদেহ। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী আল হুসাইন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তিন শিক্ষার্থী একসঙ্গে পালিয়ে নদীতে গোসল করতে গিয়ে দুইজন পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানার পর স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন।
অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে গিয়ে মারা যায় তাসিম (১০) নামে এক স্কুলছাত্র। সে রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, “যমুনেশ্বরী নদী ও চিকলি নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রতিটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত শিক্ষার্থীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *