July 12, 2025, 8:55 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল,স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ জুলাই) এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে এ ছাগল বিতরণ করেন পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অদ্যাপক কেএম হেসাব উদ্দিন। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম ও উপজেলা জামাযাতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দঁাড়ানোর গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ইসলামের মূল শিক্ষা মানুষের কল্যাণে কাজ করা এবং দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, যদি এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, তবে সরকারিভাবে এমন কর্মসূচি পরিচালনা করে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। এ সময় তিনি বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে এসকল অসহায় পরিবার স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।