July 12, 2025, 9:30 pm
শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষকের জমিতে হামলা ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল বারি (৭২) স্থানীয় নেছারিয়া আজহারিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, পৈত্রিকসূত্রে পাওয়া ৬৪ শতক জমির মধ্যে ১৭ শতক জমি নিয়ে প্রতিবেশী মহারাজ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও বিচারাধীন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন মহারাজ খান ৩০-৪০ জন ভাড়াটে লোক নিয়ে শিক্ষকের জমির ঘেরা বেড়া কেটে সিরিজ গাছের ডালপালা কেটে ফেলে। বাঁধা দিলে বারি ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয় হামলাকারীরা। তারা ইট-খোয়া এনে জোরপূর্বক জমি দখলের প্রস্তুতি নেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
শিক্ষকের স্ত্রী রাফেজা আক্তার বলেন, “পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত মহারাজ খান দাবি করেন, “আমি কারও জমি দখল করিনি। আমার ক্রয়কৃত ও পৈত্রিক ৪২ শতক জমিতে ঘর করার জন্য প্রস্তুতি নিচ্ছি। শিক্ষক বারি মিথ্যা অভিযোগ করছে।”
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত। উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য সময় নিয়েছে।”