July 14, 2025, 5:58 am
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি
পুঠিয়ায় রথের মেলায় ঘুরতে এসে শাওন (১৫) নামের এক কিশোর প্রতিপক্ষের চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর জখম হয়েছে। গুরুতর জখম শাওন উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গুচ্ছ গ্রামের আনারুলের ছেলে। শুক্রবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে পুঠিয়া রাজবাড়ি বাজারের রথের মেলায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত শাওনের বন্ধু সায়েম জানায়, গতকাল বৃহস্পতিবার মেলায় আমার সাথে পুঠিয়া বাজার এলাকার সায়েমের সাথে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ বক্সে বিষয়টি মিমাংসা হয়ে যায়। আজ বিকালে রথের মেলায় আমার বন্ধু শাওন, আশিক, মইনুল, বাপ্পি রথের মেলায় ঘুরতে আসি। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে পুঠিয়া বাজার এলাকার সিপন, আরাফাতসহ আট থেকে দশ জন আমাদের উপর হামলা চালায়। হামলার সময় চাইনিজ কুড়াল দিয়ে আমার বন্ধু শাওনের মাথায় আঘাত করলে শাওন গুরুতর জখম হয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে রামেক হাসপালে প্রেরণ করেন। এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মারামারির বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এ কর্মকর্তা জানান।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।