July 14, 2025, 5:00 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস হাওলাদারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ উপলক্ষে তিনি সংস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এক প্রতিক্রিয়ায় আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি, যেন সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে আমি সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারি।”
তিনি আরও বলেন, “আজকের সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে। গরিব, অসহায় ও প্রান্তিক মানুষের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের আরও সোচ্চার হতে হবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”
ঝালকাঠি জেলার বিভিন্ন সামাজিক ও মানবাধিকারকর্মীরাও এই দায়িত্বপ্রাপ্তিকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলার মানবাধিকার কার্যক্রম আরও গতিশীল হবে।
সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আব্দুল কুদ্দুস হাওলাদারের মতো একজন নিষ্ঠাবান ও সচেতন মানুষকে দায়িত্ব প্রদান করে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, তিনি তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে জেলার মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।”
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানবাধিকার সচেতনতা, প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।