July 3, 2025, 7:51 pm
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৩ জুলাই বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউপির ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ১৩ই জুলাই ২০২৩ ইং তারিখে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়ার নেতৃত্বে উক্ত ৩১ দফা রাষ্ট কাঠামো মেরামত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ওমেদুল ইসলাম (মাষ্টার) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, সিনিয়র যু্গ্ন সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ সজল মিয়া, উপজেলা বিএনপির সেচ্চাসেবক দল যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা দল সংগঠনের নেতৃৃবৃন্দ প্রমুখ৷ প্রধান অতিথি সহ সকল বক্তারা তাহাদের বক্তব্যে তারকে রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন মেরামতের কথা তুলে ধরেন।
এসময় উপজেলা বিএনপির সদস্য মোঃ শেরআলী বিশ্ব্যাস, উপজেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, ইউনিযন বিএনপির সাবেক সাধারণ ও সম্পাদক দলীল লেখক মোঃ আসাদুর রহমান, সাবেক কৃষকদল সভাপতি মোঃ মুজিবর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, মকলেচুর রহমান, সাদ্দাম হোসেন, আয়নাল হক, রসুল মিয়া, লিটন হোসেন ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।