July 4, 2025, 9:24 pm
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি তাঁর এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মাদরাসাটির শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে মাদরাসার প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক অভিজ্ঞতা ও শিক্ষানুরাগী মনোভাবের কারণে ইউএনও প্রিন্সের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ এবং একটি আধুনিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাহেবীয়া দাখিল মাদরাসাকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
প্রধান শিক্ষক বলেন, “এটি মাদরাসা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ইউএনও মহোদয়ের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসাটি দীর্ঘদিন ধরে এলাকার একটি স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে এর অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।