July 4, 2025, 8:19 pm
খলিলুর রহমান খলিল ,নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের একজন হতদরিদ্র অসহায় কৃষকের ভুট্টা ক্ষেত হতে ভুট্টা ভেঙ্গে দিলেন আনসার ভিডিপির সদস্যরা । অভাবের সংসার স্বামী বাড়ির বাইরে থাকেন ভুট্টা ক্ষেতের ভুট্টা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন আমিরুলের স্ত্রী জোসনা বেগম। জোসনার এই দূর্রাবস্থা দেখে তার পাশে এসে দাড়িয়েছেন উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের আনসার ভিডিপির নারী পুরুষ সদস্যরা। এর আগেও একজন গরিব কৃষকের ধান কেটে দিয়ে শুনাম কুড়িয়েছেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চাপড়ার পাড়ার গ্রামের আমিরুলের ভুট্টা ক্ষেতে ভুট্টা ভেঙ্গে ঘর পর্যন্ত তুলে দিয়ে আবারো প্রসংসায় ভাসছেন তারা। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তাদের নির্দেশে হাড়িয়ারকুঠি ইউনিয়ন সহকারী আনসার ও ভিডিপি কমান্ডার নারায়ণ চন্দ্র রায়ের নেতৃত্বে ১০/১২ জন পুরুষ আনসার সদস্য ও ১০/১২ জন মহিলা আনসার সদস্যদের নিয়ে এই ভুট্টা ক্ষেতে ভুট্টা ভেঙ্গে দিলেন।
সুবিধাভোগী কৃষক আমিরুলের স্ত্রী জোসনা বেগম জানান, আমার অভাবের সংসার স্বামী বাড়ির বাইরে থাকায় এই ভুট্টা নিয়ে বিপাকে পড়ে গিয়েছিলাম।আমার এই অবস্থা দেখে আনসার ভাইয়েরা আমার পাশে এসে দাড়িয়েছে। তারা ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ভেঙ্গে বাড়ি পর্যন্ত দিয়ে গেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই অভাবের সময় আমার পাশে দাড়ানোর জন্য।
হাড়িয়ারকুটি ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায় বলেন, এর আগে আমরা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্যারদের নির্দেশনায় বিনা পারিশ্রমিকে একজন অসহায় কৃষকের ধান কেটে দিয়েছিলাম। এবারও এক্কেবারে বিনা পারিশ্রমিকে আরো একজন অসহায় গরিব কৃষকের ভুট্টা ক্ষেত হতে ভুট্টা ভেঙ্গে দিচ্ছি। নারী আনসারদেরও সাথে নিয়েছি। তারাও পুরুষ আনসারদের পাশাপাশি আনন্দের সাথে কাজ করেছে। এই মহতি কাজটি চলমান থাকবে।