সাভারে আলোচিত চাঞ্চল্যকর হ-ত্যাকান্ডের প্রধান আসা-মীকে গ্রেফ-তার করেছে র‍্যাব

হেলাল শেখঃ ঢাকার সাভারের কাটপট্টিতে চাঞ্চল্যকর ও আলোচিত রুহুল আমিন হত্যাকান্ডের প্রধান আসামী শামীম (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতি বার (০৩জুলাই ২০২৫ইং) দুপুরে র‍্যাব ৪ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার (০২জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়, নিহত রুহুল আমিন (২৫) এর সাথে আসামী শামীম (২৪) এর তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে উক্ত বিষয়ের জের ধরে গত ২৭ জুন ২০২৫ তারিখ দুপুরে সাভার থানার কামাল রোড সংলগ্ন কাটপট্টি নামক স্থানে গ্রেফতারকৃত আসামী নিহত মোঃ রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকু দিয়ে পিঠের মাঝ বরাবর আঘাত করাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে পথচারীরা নিহত মোঃ রুহুল আমিনকে মূমুর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করে,পরে ঔদিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মৃত্যুবরণ করেন। এরপরে সাভার মডেল থানায় মামলা রেকর্ড হয়। র‍্যাব-৪ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আটকের জন্য ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে সাভার থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-৪, সিপিসি-২ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ এর একটি যৌথ আভিযানিক দল ২জুলাই রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী শামীমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *