July 3, 2025, 12:44 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী বাজার হইতে উত্তর অভিমুখে চলমান রাস্তা পাকা করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে এলাকাবাসীর আয়োজনে কাঠামারী বাজারে জাতীয় নাগরিক পার্টী পাইকগাছা উপজেলার যুগ্ন-সমন্বয়ক মিজবাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমরান সরদার, উপজেলা জাতীয় নাগরিক পার্টীর প্রধান সমন্বয়ক হাফিজ বিন তারিক, পবিত্র সরকার, উত্তম মন্ডল, মোঃ মজিদ গাজী, তরিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন বিগত ২০২৩ সালে অনৈতিক কার্মকান্ডের দায়ে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তখন তিনি কাটামারি বাজার থেকে উত্তর দিকের ১কিঃমিঃ ইটের সোলিং এর রাস্তার প্রায় ৮০হাজার ইট তুলে ফেলেন। যার বাজার মূল্য ৮লক্ষাধিক টাকা। ঐ ইটের মধ্যে কিছু ইট নিয়ে তিনি উত্তর কাটামারি মন্দির সংষ্কারের জন্য সেখানে মজুদ রাখেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ তৈরির জন্য ২লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে তৎকালিন স্থানীয় সংসদ সদস্য ১লক্ষ টাকা প্রদান করেন। আর বাকি ১লক্ষ ৩৪ হাজার টাকা ইউনিয়ন পরিষদের টিআর এর বরাদ্দ । কিন্তু পুলকেশ রায় রাস্তা থেকে খুলে নেওয়া ইট দিয়ে খোয়া তৈরি করে স্টেজের কাজে লাগান। তাছাড়া তিনি বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রিজের বিপরীতে অবস্থিত কাটামারি রাস্তা সংষ্কারের জন্য কাবিটার বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আত্নসাৎ করে রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট রাস্তার কাজে লাগান । কাটামারি অমল কৃষ্ণ ঢালীর বাড়ির সামনের কালভার্ট নির্মাণে ননওয়েজ এর বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে সেখানেও রাস্তা থেকে খুলে নেয়া ঐ ইট ব্যবহার করেন পুলকেশ রায়। এছাড়াও কাটামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তা সংষ্কারে উন্নয়ন সহয়তার বরাদ্দকৃত ৮৭ হাজার টাকা আত্নসাৎ করে সেখানেও ঐ ইট ব্যবহার করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। পরবর্তীতে ৯ জন ইউপি সদস্য পুলকেশ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে তদন্ত পূর্বক দোষী ব্যক্তির শাস্তি ও রাস্তা পাকা করার দাবী জানান
ইমদাদুল হক
পাইকগাছা খুলনা