July 3, 2025, 12:44 am
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে কামারকাঠি গ্রামে মো: সোহাগ নামে এক অসহায় জেলের দু’টি গরু বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন নির্মম ঘটনা ঘটেছে। খবর শুনে ওই নি:স্ব জেলের বাড়ীতে ভীড় করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাবাসী খুবই দু:খ প্রকাশ করছে। ভুক্তভোগী অসহায় জেলে সোহাগের দাবি কেহ রাতের আধারে কলা বা আমের সাথে বিষ প্রয়োগ করে গরুকে খাইয়ে দিয়েছে। এতে তার গরু দুইটি মারা গেছে।
মৃত গরু দুইটির মধ্য একটা গরু অন্তস্বত্ত্বা ছিল। অপর গাই গরুটি আনুমানিক দুই মাসের মধ্য অন্তস্বত্ত্বা হত। গরু দুইটির বাজার দর কম পক্ষে ২ লাখ টাকা বলে দাবি এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবারের।
ওই অসহায় ক্ষতিগ্রস্ত জেলে সোহাগ মিয়ার স্ত্রী পারভীন বেগম জানায়, তাদের মোট তিনটি গরু। প্রতিদিনের মতো তিনি দুপুরে গরুকে গোসল করিয়ে ভাতের মাড়ের সাথে খইর,ভূষি মিশিয়ে তিনটা গরুকে তিনটি বালতিতে খেতে দেন। এরপরে খড় খাওয়ান। পরে বিকালে তার স্বামী কাচা ঘাস এনে সেগুলোকো পানিতে পরিস্কার করে খেতে দেন। সন্ধ্যার পরে তার স্বামী জাল নিয়ে নদীতে বের হন। আনুমানিক এসার আযানের পর গরুগুলো গোয়ালঘরে বসে ছটফট করছিল। টের পেয়ে বাহিরে গিয়ে দেখেন। একটি গরু মাটিতে শুইয়ে ছটফট করছে। এসময় মুখ দিয়ে লালা বের হচ্ছে। সাথে সাথে অপর একটি গরু মাটিতে কাত হয়ে পড়ে যায়। এসময় বাকি ষাড় গরুটি লাফালাফি করছে। পরে ডাক্তার এসে ষাড়গরুকে ইনজেকশন ও ঔষধ দিলে একটু সুস্থ হয়। এরপূর্বে বাকি দুইটি গরু মারা যায়।
জেলে সোহাগ মিয়া বলেন, ডাক্তার এসে একটি গরুকে সুস্থ করতে পেরেছে। তবে বাকি দুইটি গরু মারা গেছে। তার দাবি গরুকে কেউ বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তিনি বলেন, ব্র্যাক থেকে কিছু টাকা পেয়েছিলাম। সাথে কিছু টাকা কিস্তি উঠিয়ে একটি গরু কিনেছিলাম। সেই গরু থেকে মোট তিনটি গরু হয়েছে। দুর্বৃত্তের বিষ প্রয়োগে আমার দুইটি গরু শেষ। সাথে আমি পথে বসে গেলাম। এখন যে গরুটি বেচে আছে সেটাও ভাল থাকে কিনা তা নিয়েও সন্দিহান।
ভেটেনারি ট্রেনিং প্রাপ্ত স্থানীয় পশু চিকিৎসক মো: তরিকুল ইসলাম বলেন, কেহ হয়তো গরুর ঘাসের সাথে বিষ প্রয়োগ করেছে। এতে ওই জেলের দুইটি গরু মারা গেছে। অপরটিকে চিকিৎসা দিয়েছি। সেটা আশঙ্কা মুক্ত।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।