জুলাই- আগষ্ট গনঅ-ভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহে জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ( ৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার আয়োজনে
নগরীর দিঘারকান্দা অবস্থিত আলমানার এতিমখানায় এ খাবার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। এসময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে ময়মনসিংহের শহীদ সাগরের সম্মানিত পিতা আসাদুজ্জামান আসাদ, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা এমরুল বলেন জুলাই আন্দোলন আমাদের জাতির জন্য এক বিরাট শিক্ষা, এটি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। জুলাই আন্দোলনে এতোগুলা মানুষ জীবন দিয়েছে। তাদের একটি স্বপ্ন ছিল, তারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, তারা স্বপ্ন দেখতো একটি সুন্দর, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক সমজের। তাদের সেই স্বপ্ন এখন আমাদের বাস্তবতায়ন করতে হবে। যে জুলুম বিতাড়িত করার জন্য মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে সে জুলুম যেনো সমাজে কখনো আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সবাই কে সতর্ক থাকতে হবে।
এছাড়াও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আল হেলাল তালুকদার, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল বারী, পরিবেশ সম্পাদক আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ওয়ালিওল্লাহ মুজাহিদ, কাচিঝুলি সাংগঠনিক থানার আমীর আবু কাউসার, কর্মপরিষদ সদস্য হায়দার করিম সহ অনেকে।
এসময় একশত এর অধিক ইয়াতিমদেরে সাথে নিয়ে খাবার গ্রহণ করেন জামায়াতের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *