জুলাই গণঅ-ভ্যুত্থানে শহী-দদের রূ-হের মাগ-ফিরাত কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের দোয়া

আরিফ রববানী ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম । তিনি বলেন, “এই দিনটি আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ। মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতির কল্যাণ ও শান্তি প্রার্থনায় মুনাজাত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *