July 1, 2025, 8:16 pm
রাসেল শেখ।
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২২)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং রাজমিস্ত্রির কাজ করেন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সোহেলের বড় ভাই ফারুক আহমেদ জানান, “কুরবানির ঈদের এক সপ্তাহ আগে আমার ভাই ময়মনসিংহ জেলার এক মেয়েকে নিজের পছন্দে বিয়ে করে। তারা ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। মঙ্গলবার সকালে খবর পাই, আমার ভাইয়ের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর থেকে আহত অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তার জরুরি বিভাগের চার নম্বর অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত নারীকে আটকের জন্য অভিযান চলছে।