July 1, 2025, 12:31 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তারুণ্যের উৎসব – ২০২৫ তারুণ্যের প্রেরণায় নতুন বাংলাদেশ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন সোমবার সকালে কারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুন নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কারা উপ – তত্ত্বাবধায়ক
নূর মোহাম্মদ মৃধা।
প্রধান অতিথির সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের অন্যতম রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। সমাজের অমূল্য সম্পদ ছাত্রছাত্রীরা দেশ গঠনের দায়িত্ব তাদেরকেই একদিন নিতে হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ মাদক থেকে দূরে রেখে তাদের যথাযথভাবে গড়ে তুললে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এদিকে বর্তমান যুগের সথে তাল মিলিয়ে তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ফলে তারা দেশের জন্য সম্পদে পরিনত হবে ইনসাল্লাহ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।