July 1, 2025, 12:52 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় ৫ লক্ষ টাকা ছিন-তাই গু-লাগুলি ও পৃথক স্পটে কিশোর গ-্যাং সন্ত্রা-সীদের হাম-লায় আহ-ত-৫ দুদ-কের বিশেষ অভি-যানেও ব-ন্ধ হয়নি বিআরটিএ কর্মকর্তা ও নির্বাচন অফিসের অনি-য়ম দুর্নী-তি পরিশ্রমী এক মানবিক চিকিৎসক ডা. হাসান মাহমুদ পাইকগাছা-সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফে-লে পালি-য়েছেন ঠিকাদার মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী’২৫ পালিত তেঁতুলিয়ায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অ-নিয়ম, অফিস নেয় লাখে ২৫ হাজার রাজশাহী কেন্দ্রীয় কারা-গারে খুদে শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের উৎসব ও আলোচনা সভা অনিষ্ঠিত অ-বৈধ সম্পদ অর্জন: স্ত্রী-পূত্রসহ বালুব্যবসায়ী রাজশাহী মহানগর আ.লীগ নেতা বেন্টুর বিরু-দ্ধে দুদ-কের মা-মলা সরকারী নির্দেশে ৭ ব-ন্দীর সা-জা মওকুফ, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি
মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক

মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আবারও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ জুন রাত ১০টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা তাকে খোশালপুর মোড় এলাকায় সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে আটক করে।আটককৃত নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত বিশ্বনাথ রায়। বিজিবি সূত্রে জানা গেছে, তার কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

বিজিবি জানায়, ফাল্গুনী রায় দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোর জেলার গদখালী এলাকায় তার খালার বাড়িতে অবস্থান করছিলেন। চলতি বছরের ২৫ এপ্রিল তিনি কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে প্রথমবার আটক হন এবং ওই ঘটনায় মহেশপুর থানায় মামলা (নং-৯৪) দায়ের করে তাকে সোপর্দ করা হয়। জানা গেছে, প্রথমবার আটক হওয়ার পর তিনি ৫০ দিন কারাভোগ করেন এবং ১৬ জুন ২০২৫ তারিখে মুক্তি পান। এরপর ২৯ জুন তিনি আবারও অনুপ্রবেশের চেষ্টা করলে ফের বিজিবির হাতে আটক হন।

বিজিবির সহকারী পরিচালক ও মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, ফাল্গুনী রায়ের বিরুদ্ধে পূর্ববর্তী মামলার উল্লেখসহ নতুন করে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD