June 30, 2025, 5:05 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন ধরনের মজার মজার কার্যকলাপ, খেলা, খাবার এবং বিনোদনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে গ্রীষ্মকালীন উৎসব সামার ফ্রন্ট কার্নিভাল-২৫। এতে বিভিন্ন ধরনের খেলা ও রাইড: যেমন বাম্পার কার, Ferris wheel, রোলার কোস্টারসহ গরম গরম খাবার, মিষ্টি, পানীয়,সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ও
বিভিন্ন ধরনের গেম ও প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করার মাধ্যমে উৎসবে মেতে উঠেন শিক্ষার্থীরা।
সোমবার( ৩০ জুন), ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে ইন্টার্ন ডক্টর সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণিল আয়োজনে উচ্ছ্বসিত হয়ে উঠে শিক্ষার্থীরা। উৎসব মুখর হয়ে ওঠে মৌসুমি ফলের সুবাস, হাসি-আনন্দ আর প্রাণের মিলনমেলায়। ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫, যা শুধু একটি আয়োজন নয়, বরং হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গ্রীষ্মের এক স্মরণীয় উৎসব।
শিক্ষার্থী, ইন্টার্ন ও সিনিয়র চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আরও রঙিন ও প্রাণবন্ত।অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস, এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডা.নাজমুল আলম খান, উপাধ্যক্ষ প্রফেসর ডা.মতিউর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।
এ আয়োজনে ছিল নানা স্বাদের ও রঙের দেশীয় সামার ফ্রুট আইটেম, যা শুধু চোখে দেখতেই নয়, স্বাদেও অনন্য। এছাড়াও উপস্থিত সবার আনন্দকে দ্বিগুণ করতে ছিল চকলেট, কেক, আইসক্রিমসহ মনকাড়া নানা মুখরোচক আয়োজন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে নেয় প্রোগ্রামের বিশেষ অংশ – ম্যাজিক শো, যা সবার মধ্যে এক ধরনের শিশুসুলভ কৌতূহল ও আনন্দের সঞ্চার করে।
এ বিষয়ে ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডা.সাকিব হাসান বেলাল বলেন, “কার্ণিভালটিকে সফল করতে আমরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতেও আমরা এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব আয়োজন করতে চাই, যাতে সবার মধ্যে একাত্মতা তৈরি হয় এবং মেডিকেল জীবনের একঘেয়েমি দূর হয়।”