July 1, 2025, 8:44 am
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২৯ জুন ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী এবং ০১টি প্রতিষ্ঠানের ০২জনের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নীলফামারীর আদালতে ১টি সহ মোট ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ১০টি মামলা নম্বর হচ্ছে সিআর- ১৪/২৫ হতে সিআর ২৩/২৫ পর্যন্ত।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। মোঃ মঈন আহমেদ (৯১), মেসার্স মঈন এগ্রো, জহুরুল হক রোড, বঁাশবাড়ী, সৈয়দপুর, নীলফামারী;
পন্য- সরিষার তেল ও গমের ভূষি
০২। মোঃ ফয়জুলহক প্রধান (৫০), মেসার্স প্রধান পাইপ ইন্ডাষ্ট্রিজ, সবুজপাড়া, সদর, নীলফামারী;
পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ, ইউজড ফর পর্টেবল ওয়াটার সাপ্লাই
০৩। মোঃ জাহেদুল ইসলাম (৪৫), মেসার্স নুরানী বেকারী, চড়াইখোলা, টেক্সটাইল, সদর, নীলফামারী;
পণ্য- বিস্কুট ও ব্রেড
০৪। সখেন ঘোষ(৬০), মেসার্স পাহলওয়ান সুইটস, শহীদ ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিটস (মিস্টি)
০৫। মোঃ কায়সার (৫১), মেসার্স নিউ দিলকুশা মিস্টি ভান্ডার, শহীদ ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- সুইটমিটস (মিস্টি)
০৬। শাকিল আহম্মেদ (৪৮), মেসার্স দিলশাদ মিস্টান্ন ভান্ডার, শহীদ ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিটস (মিস্টি)
০৭। মোঃ আরাফাত হোসেন (৪২), মেসার্স শাহ হোটেল এন্ড রেস্টেুরেন্ট, শহীদ ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিটস (মিস্টি)
০৮। রঞ্জন সরকার (৫২), মেসার্স আজিম সুইটস এন্ড রেস্টুরেন্ট, শহীদ ডা: জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- সুইটমিটস (মিস্টি)
০৯। মোঃ সাহাবুদ্দিন (৫৫), মেসার্স আল সামস সুইটস, ক্যান্টনমেন্ট রোড, বঙ্গবন্ধু চত্ত্বর, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিটস (মিস্টি)
১০। মোঃ সিদ্দিকুল আলম (৫৫), মেসার্স ইকু কয়েল ফ্যাক্টরী (সিদ্দিক কেমিক্যাল ওয়ার্কস), ঢেলাপীর, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- মশার কয়েল
১১। মোঃ আব্দুল কাদের বিপুল (৪৫), মেসার্স ইকু কয়েল ফ্যাক্টরী (সিদ্দিক কেমিক্যাল ওয়ার্কস), ঢেলাপীর, সৈয়দপুর, নীলফামারী;
পণ্য- মশার কয়েল