July 1, 2025, 3:21 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ধর্মপাশায় বিয়ের প্রলো-ভনে ধর্ষ-ণের অভি-যোগে কনস্টেবল কা-রাগারে তানোরে পানিতে ডু-বে এক যুবকের মৃ-ত্যু বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি শুভ উদ্বোধন সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ই-ন্তেকাল নড়াইলে জমিদারদের প্রাচীন ঐতিহ্য সুজানগরের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে সবার সহযোগিতা চাইলেন নবাগত কৃষি অফিসার বৃষ্টির কারণে পাইকগাছায় ছাতা কারিগরদের কদর বেড়েছে পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন গৌরনদীতে আই-নশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই সনদ আদায়ে আবারও রাজপথে ফেরার হুঁশি-য়ারি এনসিপির
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর শাহ আম্রকাননে গত শুক্রবার ২৭ জুন দিনব্যাপী আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে অতিথি বক্তব্য রাখেন কালচারাল একাডেমির পরিচালক, প্রকাশক, কবি ও সাহিত্যিক এমদাদুল হক, বিশিষ্ট কবি,সোশাল ইসলামি ব্যাংক এর কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিশিস্ট কবি ও সাহিত্য সংগঠক, অগ্রণী ব্যাংকের ডিজিএম আরিফুল ইসলাম ,শব্দপ্রেমি সাহিত্য সংসদ এর সভাপতি আব্দুল হাদী, হারাগাছ সাহিত্য পরিষদ এর সভাপতি এম এ শোয়েব দুলাল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফজলে ফিরোজ, শাহ আম্রকানন এর প্রতিষ্ঠাতা কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাপু্ল শাহ, এবং বিশিষ্ট সমাজসেবক তুহিন শাহ প্রমুখ। স্বরচিত কবিতা ছড়া গল্প বলায় অংশগ্রহণ করেন আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, এম এম জাকারিয়া, ফিরোজ কবির, আব্দুল হাদী, আহসানুল হাবিব মন্ডল, ইমদাদুল হক খান, হুসবান হাবিব লুব্ধক, খায়রুল আলম, নবীউল ইসলাম, আক্তারুজ্জামান সুলতান, হাফিজ রেদওয়ান, এসএম শোয়েব দুলাল, এসএম ইতি, দীপ শিখা, মুঈদ উল ইসলাম, নুশরাত উপমা, খেয়ালি মোস্তফা, জেসমিন আক্তার, সুফি জাহিদ হোসেন, রিয়াজুল হক সাগর, সুরাইয়া, আবুল কালাম আজাদ, মুসাফা আক্তার বাণু, আহসান হাবিব রবু, নাজিরা পারভীন, জিমান্ত, মারুফা আক্তার, অহিদুল ইসলাম, মোজাহারুল ইসলাম, ফজলে ফিরোজ, একেএম ফরহাদ হোসেন, এমদাদুল হক চৌধুরী, আরিফুল ইসলাম, শরিফা খাতুন, মুমতাহিন সিফাত, আব্দুল কাদের, শিল্পী সরকার, খায়রুজ্জামান দুদু, রাসেল আহাম্মেদ ডালিম কুমার, নাসরিন নাজ কবি প্রমুখ। কবিতা পাঠ শেষে উপস্থিত সকল কবি লেখক স্থানীয় শালবন, জমিদার বাড়ি, পুরাতন দিঘি ও মন্দির, শ্যামপুর চিনিকল পরিদর্শন করেন।
এবারের ব্যতিক্রমী আয়োজনে সকালে আম, কাঠাল ও মুড়ি দিয়ে বিশেষ ধরণের নাস্তা সকলেই আনন্দের সাথে উপভোগ করেন। এছাড়াও দুপুরের খাবারে ১৮ পদের ভর্তা, টাটকা আমের বিচিত্র আাঁচারসহ নানারকম আমের স্বাদ আস্বাদন সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলাম এর উপর একটি বিশেষ সেমিনার এবং সাহিত্য সংস্কৃতি উৎসব এর আয়োজনসহ আগামী ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ ম বর্ষপূর্তী উৎসব ও কবি-লেখকদের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আম্রকাননে কবিতা উৎসবের এ আয়োজনে রংপুর বিভাগের আট জেলা সহ ১৫ জেলার শতাধিক কবি লেখক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD