বানারীপাড়ায় পৌর জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচিতে দীর্ঘদিনের ভোগা-ন্তি লা-ঘব

বানারীপাড়া পৌরসভার ব্যস্ততম সড়কে চলাচলের ভোগান্তি লাঘব ঘটাতে ২৬ জুন (বৃহস্পতিবার) একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। বানারীপাড়া পৌর আমীর কাওসার হোসাইন এর উদ্যোগে বানারীপাড়া যুব সেবা টিমের সহযোগিতায় উক্ত কর্মসূচি পালন করা হয়।

এই উদ্যোগে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, পৌর বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর শহরের ব্যস্ততম মধুচাক সংলগ্ন প্রধান সড়কটি পানির লাইন ও ড্রেন সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায়, বিকল্প হিসেবে ব্যবহৃত সংযোগ সড়কটি অতিরিক্ত চাপের মুখে পড়ে। তবে এই সংযোগ সড়কের দুরবস্থা এবং জমে থাকা ময়লা-আবর্জনা জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে জামায়াতের পক্ষ থেকে এই সড়কটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয় এছাড়াও তাদের পরিচ্ছনতা অভিযানে সহযোগিতা করেছে বানারীপাড়া পৌরসভা কর্তপক্ষ।

সকাল থেকেই নেতাকর্মীরা হাতে গ্লাভস, কোঁদাল ও বস্তা নিয়ে নেমে পড়েন সড়ক পরিষ্কার কাজে। সাধারণ পথচারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য সংগঠনকেও এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

এই কর্মসূচিকে ঘিরে বানারীপাড়াবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনমনে প্রশংসা কুড়িয়েছে পৌর জামায়াতের এই সেবামূলক কর্মসূচি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *