July 15, 2025, 1:36 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগায়ের পীরগঞ্জে ৮ নং দৌলতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বালুবাড়ি এলাকায় বিষ্ণুপুর জগন্নাথ ধামের মেলার আয়োজনে মেলা কমিটির অর্থায়নে ধুমধামে চরক পূজা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে হাজার হাজার দর্শক শ্রোতা সকল সর্বসাধারণের উপস্থিতি দেখা যায়।।
জানা যায়,২৪ জুন ২০২৫ মঙ্গলবার এ মেলা অনুষ্ঠিত হয়।এ জগন্নাথ ধামের পুজো, পুজোতে অনেক ভক্ত তাঁর মনের কামনা করেন আবার কেউ মানত পূর্ণ হয়ে জগন্নাথ দেবকে মানতের ভোগ দ্রব্য সামগ্রী প্রদান করেন।
সে সময় উক্ত মেলায় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে মেলা কমিটির আয়োজনে চরক পূজার অনুষ্ঠানটি সকল দর্শক শ্রোতাভক্ত বৃন্দকে দেখানো হয়।ইহা হিন্দু সনাতনের ধর্মের এক পবিত্র ঐতিহ্যবাহ ঐতিহাসিক চড়ক পূজা নামে অক্ষায়িত এ পূজা আজও সনাতন ধর্মের মাঝে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং উক্ত মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী মিষ্টি মিষ্টান্ন দোকান, কসমেটিকসের দোকান ও হরেক রকমের দোকানপাট দেখা যায় উক্ত মেলাটি শান্তি ও শৃঙ্খলার মাঝে সমাপ্তি হয়।