July 16, 2025, 3:55 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ শহরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৭) সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন,রানীগ্রাম এলাকার কাশেম ওরফে কাশুর দুই ছেলে মো. সেলিম (৪২) ও মো. বাদল (৩৯), একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে চিকুর ছেলে নজরুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলাম খানের ছেলে সাইদুল ইসলাম (৪১)।