পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১ জেলে নি-খোঁজ

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলার থেকে অসাবধানতাবসত নদীতে পরে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোজ হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাটের বুড়াগৌড়াঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ আল-আমিন পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের শিরাজ খানের ছেলে।
চরমোন্তাজ নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ দিন সমুদ্রে মাছ শিকার শেষে এমবি আসাদুল নামের ওই ট্রলারটি ১১ জেলে সহ ওই লঞ্চঘাটে এসে পৌছায়। ট্রলারটি নোঙ্গর করতে আল-আমিন রশি নিয়ে ঘাটে ওঠার চেষ্টা করে। এসময় সময় সে পা পিছলে পন্টুনের সঙ্গে মাথায় আঘাত লেগে নদীতে পরে নিখোজ হয়। বর্তমানে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় জেলেরা। এদিকে তাকে উদ্ধারের অপেক্ষায় নদীর দুপারে ভীড় করেছে তার স্বজন সহ স্থানীয় হাজারো মানুষ।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোরালোভাবে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *