আশুলিয়ায় কা-ফনের কাপড় পড়ে চাঁদাবা-জি বন্ধে শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা। এ সময় চাঁদাবাজি বন্ধের জন্য টিপু সুলতানসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনকারীরা।

সোমবার (২৩ জুন ২০২৫ইং) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ার বাইপাইলে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ টিপু সুলতানের বাহিনীর আতঙ্কে থাকে। ঈদের আগ থেকে টিপুর সন্ত্রাসী বাহিনী বাইপাইলে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও কোনো মামলা বা চাঁদাবাজি বন্ধের কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন বলেন, ‘হাতকাটা টিপু সুলতানের লোকজন প্রতিনিয়ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। বিভিন্ন সময়ে তাদেরকে ৫২ হাজার টাকা দিয়েছি। গত ৭ জুন তারা আমাকে না পেয়ে আমার ম্যানেজারকে ভয়ভীতি দেখায়। ক্যাশ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি।’

নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিকদলের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাষান, আমির আলী ভুইয়াসহ ওই এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরাসহ এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *