সুন্দরগঞ্জে বিএনপি পরিবারের অফিস উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘বিএনপি পরিবার’ নামে একটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার  সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া বাজারে এই অফিসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান হোসেন বিএসসি।

বিএনপি নেতা শেখ আলী আজাদের সসঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নজমুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জামিউল ইসলাম, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মিজানুর রশিদ আমিনুল, বিএনপি নেতা মাইদুল ইসলাম বাবু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *