July 1, 2025, 10:41 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ভালুকায় নিরাপদ ব-র্জ ব্যবস্থাপনা না করার অপ-রাধে খামার মালিককে ২ লাখ টাকা জ-রিমানা পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যৌ-ন নির্যা-তনের অভি-যোগ আশুলিয়ায় ৫ লক্ষ টাকা ছিন-তাই গু-লাগুলি ও পৃথক স্পটে কিশোর গ-্যাং সন্ত্রা-সীদের হাম-লায় আহ-ত-৫ দুদ-কের বিশেষ অভি-যানেও ব-ন্ধ হয়নি বিআরটিএ কর্মকর্তা ও নির্বাচন অফিসের অনি-য়ম দুর্নী-তি পরিশ্রমী এক মানবিক চিকিৎসক ডা. হাসান মাহমুদ পাইকগাছা-সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফে-লে পালি-য়েছেন ঠিকাদার মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী’২৫ পালিত তেঁতুলিয়ায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অ-নিয়ম, অফিস নেয় লাখে ২৫ হাজার রাজশাহী কেন্দ্রীয় কারা-গারে খুদে শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের উৎসব ও আলোচনা সভা অনিষ্ঠিত
বরিশাল -১ আসনে দূর্দিনের কান্ডারী সোবহান’কে চায় জনগন

বরিশাল -১ আসনে দূর্দিনের কান্ডারী সোবহান’কে চায় জনগন

কে এম সোয়েব জুয়েল,
বিশেষ প্রতিনিধিঃ দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন মানেই এক কথায় বলতে গেলে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল – ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আপোষহীন নির্ভীক নেতা যিনি ১ এগারোর মত ভয়া বহ দূর্যোগ পরিস্থিতিকে মোকাবেলার মধ্য দিয়ে আগৈল ঝাড়া গৌরনদীর মানুষকে আগলে রেখে ধানের শিশকে বুকে ধারন করে দুর্বার গতিতে এগিয়ে চলছিলেন তিনিই হলেন তাদের একমাত্র মহান নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

যার বিকল্প নেই বা অন্য কাউকে ভাবার চিন্তাও করেননা তারা। তিনিই হলেন গৌরনদী, – আগৈলঝাড়ার লক্ষ হাজার জনতার দূর্দিনের কান্ডারী তাকে নিয়েই এগিয়ে যেতে চান তারা।

দূ-র্দিনের ধানের শিশের কান্ডারি হিসাবে নিরালোশ ভাবে মাঠে কাজ করে গেছেন তিনি তার স্বার্থের কথা না ভেবে দলকে ভাল বেশে দল ও এ দেশের মাটি মানুষের কথা ভেবে তাদের পাশে থেকে নিরালোশ কাজ করে গেছেন তাদের নেতা আবদুস সোবহান।

কেউ আবার দেশের দূ -র্দিনের চরম অবস্থায় অর্থাৎ এক এগারোর সময় নিজকে ভাল রাখার জন্য নিজের কালো টাকাকে ধরে রাখার জন্য বা নিজের পিট বাঁচাতে দল ও দেশের মানুষের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করে নিজের অবস্থানকে টিকিয়ে রাখতে নিজের দলের সাথে চরম বিশ্বাস ঘাতকতা করতে বিন্দু পরিমার কুন্ঠিত বোধ করেন নাই। তারা এখন মঞ্চে দাড়িয়ে মনোনয়ন পেতে নিজ স্বার্থ রক্ষার জন্য মধুর কন্ঠে কথা বলে বেড়ায়। এরাই দলের দু-র্দিনে দলের জন্য কাল সাপ হয়ে দারাবে বলে মনে করছেন তারা। তাই এই সকল মির জাফর থেকে দুরে থাকার জন্য দলের হাইকমান্ডের প্রতি ঔদ্ধত্য আহবান জানান তারা।

তাদের নেতা আবদুস সোবহান দেশর চরম অবস্থায় সব বাঁধা বিপত্তিকে অতিক্রম করে তার গৌরনদী – আগৈলঝাড়ার লোকজনকে সাথে নিয়ে নিরালোষ ভাবে কাজ করে দৃষ্টান্ত রেখে গেছেন। বারংবার জেল খেটেও বিচলিত হন নাই তিনি।

২০০৮ ইং জাতীয় সংসদ নির্বাচনে এলাকার চিহ্নিত বিএনপির কেন্দ্রীয় এক নেতার আর্শিবাদভ্রষ্ট কতিপয় ধানের শিশ মার্কার সমর্থিত লোকজন তাকে (সোবহান) নির্বাচনে হারাতে সর্বচ্ছ মাঠে কাজ করে গেছেন । তার ভিতর থেকেও আমাদের নেতা আবদুস সোবহান গৌরনদী – আগৈলঝাড়া থেকে ৭৫ হাজারের অধিক ভোট পেয়েছেন । দলের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা না করা হলে তাদের ধানের শিশ মার্কার নেতা আবদুস সোবহান নির্বাচনে ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয় সু- নিশ্চিত হতেন বলে মনে করছেন তারা।

এ সকল সুযোগ সন্ধানী লোকজন এখন মনোনয়ন পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিন্ন সুরে কথা বলছেন।

তারা এখন মনোনয়ন পেতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের দারে ঘুরঘুর করছেন। ওই সকল জাতীয় বেইমান দের প্রত্যাখান করে দুর্দিনের কান্ডারী দের মনোনয়ন দিয়ে দেশ ও দলকে বাঁচতে দলের হাইকমান্ডারের প্রতি সু- দৃস্টি কামনা করছেন ভুক্তভোগী বিএনপি সহ সাধারণ মানুষ।

দুর্দিনে কান্ডারী দলের কেন্দ্রীয় ধানের শিশ প্রতিকের বরিশাল – ১ আসনের নেতা আবদুস সোবহান দেশের চরম ক্রান্তি লগ্নেও দল ও দেশের মানুষের কথা ভেবে নিজের স্বার্থকে বিসার্জন দিয়ে দেশের মানুষের কথা ভেবে নিরালোশ ভাবে কাজ করে গেছেন। তাই তাদের বিশ্বাস আগামি দিনেও এর চেয়েও বেশি দল ও এদেশের মাটি মানুষকে ভাল বেশে কাজ করে যাবেন তিনি। এমনি ধারনা করছেন গৌরনদী – আগৈলঝাড়া এলাকার লক্ষ্য হাজার মানুষ।

তার( সোবহান) সৌহার্দ্য পু:র্ন আচরণ বাচন ভঙ্গি,দয়াশিলতা, বিচক্ষণতা, দানশীলতাকে দেখে তাকে মহা মানব বলে আক্ষায়িত করে বলেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিকল্প গৌরনদী – আগৈলঝাড়ায় অন্য কিছু চিন্তা করা যাবেনা, তারা বেশি কিছু ভাবতে চাননা, তারা উন্নয়ন মানেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ভাবছেন।

তাই বিএনপির হাই কমান্ড সব দিক বিবেচনা করে তাকে (সোবহানকে) বরিশাল -১ আসন থেকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের কষ্ট দুর্দশা লাঘব ও রাস্তা ঘাটের উন্নয়ন সহ সকল প্রকার সুযোগ সুবিদা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, সহ দলের ভাবমূর্তি রক্ষা হবে বলে এমনি বিশ্বাস করেন গৌরনদী – আগৈলঝাড়ার লক্ষ্য হাজার মানুষ।

ওই এলাকার মানুষের দলিয় হাই কমান্ডারের প্রতি একটাই দাবি তাদের আপোষ হীন দুঃর্দিনের কান্ডারী সৎ সাহসী নির্ভীক নেতা আবদুস সোবহানকে বরিশাল, -১ গৌরনদী – আগৈলঝাড়া আসনে মনোনয়ন দিয়ে গৌরনদী – আগৈলঝাড়া মানুষের ভাগ্যের উন্নয়ন সহ দলকে সমৃদ্ধশালী করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করেন এবং
তাদের নেতা আবদুস সোবহানের মনোনয়নের বিকল্প অন্য কিছুই চিন্তা করছেননা তারা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD