July 1, 2025, 11:43 am
আল আমিন মোল্লা
জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৯ জুন ২০২৫ তারিখ বিকাল ২টা ১৫ মিনিটে জীবননগর থানাধীন হাসপাতালপাড়া (মান্নান সড়ক গাংপাড়া) এলাকার একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুন হোসেন বিশ্বাস। অভিযান পরিচালনায় ছিলেন এসআই (নিঃ) মোঃ আসলাম আলী ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ সাগর (২২), পিতা-মোঃ হাফিজুল, মাতা-রোমেচা খাতুন, সাং-হাসপাতালপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা। তার হেফাজত থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। থানার পুলিশ জানায়, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।