July 18, 2025, 1:16 am
এম এ আলিম রিপন,সুজানগর : ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় সুজানগর উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় ফল মেলা উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে। মেলার এমন আয়োজনের মাধ্যমে দেশি ফলের চাষ ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও জানান তিনি।
দেশি ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা ও ফলচাষে কৃষকদের উদ্বুদ্ধ করার বিষয় তুলে ধরে সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ফল আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও সহায়তা করে। ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ও কৃষকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠা এ মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি নানা জাতের দেশি ফল। এছাড়াও ফলচাষ সংক্রান্ত তথ্য, চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি নিয়েও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। মেলা উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।