মাদারীপুরে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি’র সাধারণ সভা অনুষ্ঠিত

আরিফুর রহমান মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং বিচারের দাবী আদায়ের লক্ষ্যে “জুলাই সনদ” বাস্তবায়নের আহ্বান জানিয়ে মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯জুন বিকাল ৪টায় জেলা এনসিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপি মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম হাওলাদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী অমিত হাসান, আজগর শেখ,জাবের হাওলাদার এবং মো. আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, “জুলাই সনদ” দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল। এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনতার শাসনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নেতৃবৃন্দ আগামীদিনের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

আরিফুর রহমান মাদারীপুর।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *