মহেশপুরে ৩ মাসেও উ-দ্ধার হয়নি ১০ শ্রেণীর ছাত্রী নিঝুম

ঝিনাইদহ (মহেশপুর) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্রী কানাইডাংগা গ্রামের মেয়ে নিঝুম খাতুন (১৫)

নিখোঁজের ৩ মাস পার হলেও থানা পুলিশ আজও তাকে উদ্ধার করতে পারেনি। সে গত ১৩ই মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হয়। এবিষয়ে মেয়ের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫জনকে আসামি করে একটি অপহরণ মামলা করে সেই থেকে মেয়ে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু আজ পর্যন্ত তার কোন হদিস মিলাতে পারনি। এঘটনায় উপজেলার ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে ১নং আসামী জিম আটক হলেও তার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই সাহাবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারার তার কোন বক্তব্য দিতে পারিনি। তবে মামলার বাদী বলেন আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে আসলেও তাকে জামাই আদরে আবার জেল খানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে মেয়ের মা তাসলিমা খাতুন জানায় রাখাল ভোগার একদল বকাটে সিন্ডিকেট তার মেয়ে উৎপাত করতো তারাই তার মেয়েকে নিয়ে গিযে হত্যা অথবা ভারতে পাচার করে দিয়েছে। এব্যাপারে তিনি প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

মোঃ শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *