July 18, 2025, 10:40 am
নিজস্ব সংবাদদাতা, রাজশাহীঃ ) রাজশাহী জেলার
গোদাগাড়ী উপজেলার সারাংপুর মহল্লার মৃত অহংকার, শত শত আলেমের উস্তাদ, আল মারকাজুল ইসলামি আস-সালাফি, নওদাপাড়া, রাজশাহীর প্রতিষ্ঠা উস্তাজ শায়খ আব্দুস সামাদ সালাফি, আজ বুধবার সন্ধ্যা ছয়টার সময় ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
গোদাগাড়ীর সারাংপুর গ্রামের কৃতি সন্তান শায়খ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ শুধু বাংলাদেশের নয়, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অসংখ্য মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, ইসলামিক স্কলার, অসংখ্য আলেমে দ্বীনের ওস্তাদ ছিলেন।
তিনি প্রবীণ সংগঠক, কারা নির্যাতিত নেতৃত্ব ,আহালুল হাদিস কওমের উজ্জ্বল নক্ষত্র, সৌদি মাবউস , বাংলাদেশ আহলেহাদীস জামা’আত এর আমীর ও আল-মারকাজুল ইসলামী আস-সালাফীর
প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন শায়খ আব্দুস-সামাদ সালাফী।
বিশিষ্ট শায়খ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ মৃত্যুতে দেশ, জাতি একজন আলেমেদীনকে হারালেন। তার অভাব পূরণ হবার নয়। আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন!
মোঃ হায়দার আলী
নিজস্ব সংবাদদাতা