July 18, 2025, 2:31 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে চোর, ছিনতাইকারী,সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ধরতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নবাগত ওসি ফিরোজ হোসেন যোগদানের পর থেকে শহরকে শান্তিপুর্ণ ও বাসযোগ্য করতে ওসির নির্দেশে অপরাধ নির্মুলে সারা শহরে অলিগলিতে অপরাধ বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ইতি মধ্যে বেশ কয়েকজন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১৬ জুন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ০৩ সদস্য গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা মানিব্যাগ, মোবাইল ফোন, ডেভিট ও ক্রেডিট কার্ড,নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপারের একটি প্রেস ব্রিফিং এ জানা গেছে-গত ১৬/০৬/২০২৫ তারিখ জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ জনৈক মোঃ মনিরুল হক কল দিয়ে জানান যে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন।সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নির্দেশক্রমে ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাসকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ৫ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মাসকান্দা নয়াপাড়া বলাশপুর এলাকার শরাফ উদ্দিনের পুত্র তানভির হাসান ওরফে অন্তর (২৫),আসাদ আলীর পুত্র মিলন মিয়া (২৫) ও শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকার সাদিকুল ইসলাম পুত্র সাব্বির আহম্মেদ (২৩)। এসময় তাদের নিকটে থাকা ১টি মানিব্যাগ,১টি SAMSUNG GALAXY F52 মোবাইল ফোন, ডেভিট ও ক্রেডিট কার্ড ও নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করে পুলিশ।
সংবাদ প্রদানকারী মনিরুল হক ১৬জুন সোমবার
সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় ব্যাংকের কার্যক্রম শেষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে অটোযোগে রওনা হলে পথিমধ্যে রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় মাসকান্দা বাসস্ট্যান্ডের অনুমান ২০০/৩০০ গজ দক্ষিণ পাশে ময়মনসিংহ টু দিঘারকান্দা বাইপাসগামী রাস্তার পূর্ব পাশে অটো থেকে নামা মাত্রই ছিনতাইকারীরা আকস্মিকভাবে জনমনে আতংক সৃষ্টি করে তাদের সাথে থাকা ধারালো চাকু বের করে মনিরুল হককে হত্যার ভয় দেখিয়ে নগদ ২০,০০০/-টাকা, SAMSUNG GALAXY F52 মোবাইল, মানিব্যাগ ও মানিব্যাগে রক্ষিত ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে যায়।
এ বিষয়ে মোঃ মনিরুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫১,তারিখ: ১৭/০৬/২০২৫ খ্রিঃ, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয় এবং গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, “এই শহরে কোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানী এবং মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলার বিপরীতে কাজ করলে যত ক্ষমতাশালীই হউক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ একা কিছু করতে পারে না। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশ কখনোই শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে না। আমাদের একত্রে কাজ করতে হবে, যাতে শহরটি সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত হয়।”