August 8, 2025, 2:47 pm
দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৫ জুন রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে।
নিহত শিশুটি মদনপুর গ্রামের মোবারক মাস্টারের নাতি ও মাহফুজুর রহমান (বাবুর) মেজো ছেলে আরাফ (১৩)। সে আমতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
নিহত আরাফ এর চাচা আইনুল হক জানায়, নিজ বাসায় শোয়ার ঘরের বেড সুইচ এর তার লেগে শখ খায়। তাকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নবী হোসেন জানায়, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবীব বলেন, আরাফ ছাত্র হিসেবে খুবই ভালো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, এ ব্যাপারে কোন সংবাদ আমি পাইনি।
স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ রয়েল জানায়, ১৬ জুন সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।