মহিষ পালনে নতুন দিগন্ত খুলছে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি: উপদেষ্টা ফরিদা আখতার

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ “মহিষ বাংলাদেশের অমূল্য সম্পদ। বিজ্ঞানভিত্তিক উপায়ে মহিষ পালনে খামারিরা অধিক লাভবান হতে পারেন”-রাজশাহীর গোদাগাড়ীতে মহিষ পালনকারী খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার দুপুর ১টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় রাজাবাড়িহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৫ জন সুফলভোগী মহিষ খামারি অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন,
মহিষ পালনকারী খামারিরা আমাদের গর্ব। তারা যদি সময়মতো ভ্যাকসিন ও কৃমিনাশক প্রয়োগ করেন এবং আধুনিক পদ্ধতিতে মহিষ পালন করেন, তাহলে এই খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো সবসময় খামারিদের পাশে আছে।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। তিনি বলেন, “সঠিক সময়ে এবং বিজ্ঞানভিত্তিক উপায়ে ভ্যাকসিন ও কৃমিনাশক প্রয়োগ করলে মহিষের মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা গবেষণায়ও প্রমাণিত হয়েছে।”

খামারিরা এই সভায় তাদের মাঠ পর্যায়ের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন এবং তার সমাধানে সরকারিভাবে সহায়তা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌতম কুমার দেব, খামারের উপপরিচালক ডা. ইসমাইল হোসেন, এবং বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মানিক মিয়া, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ ধরনের মতবিনিময় সভা খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *