আশুলিয়ার রূপায়ন মাঠে প্রকাশ্যে জু-য়া ও মা-দক বেচাকেনা

হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের সীমানায় অবস্থিত রূপায়ন আবাসন-১ এর খোলা মাঠে গত ঈদুল আজহার দিন (শনিবার, ৭ জুন ২০২৫) থেকে শুক্রবার (১৩ জুন) গভীর রাত পর্যন্ত একটি অবৈধ মেলা বসে। স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি এই মেলার আয়োজন করেন।

মেলার আড়ালে সেখানে প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক বেচাকেনা চলে বলে অভিযোগ উঠেছে। নাইম নামের এক ব্যক্তি ‘তিন তাস’ ও ‘চরকি জুয়া’র মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান এলাকাবাসী।

অবাক করার বিষয় হলো, এত বড় অপরাধ কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাদের এই নিরবতা নিয়ে সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মেলা। জুয়ার পাশাপাশি মাদকের বেচাকেনাও চলে খোলাখুলিভাবে। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। এই মেলা ও বিভিন্ন জুয়া এবং মাদকের কারবার পুরো আশুলিয়াজুড়ে বেশ কয়েকটি স্থানে চলছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *