পাইকগাছা – কয়রা প্রধান সড়কে খা-নাখ-ন্দ, জন দুর্ভো-গ চর-মে

ইমদাদুল হক ,পাইকগাছা ( খুলনা )।।

খুলনার ( পাইকগাছা-কয়রা ) প্রধান সড়কে দেবদুয়ার থেকে বড়দল ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ পিচের রাস্তা খানা খন্দ সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। যেমন তেমন বৃষ্টিতে রাস্তার খানা খন্দে হাটু পানি জমায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।

উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ৬কিঃ মিঃ মধ্যে ৩ কিঃ মিঃ সড়কের পিচ, পাথর, ইট, খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানা খন্দে ময়লা যুক্ত পানি জমে থাকে। প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত যান্ত্রিক বাহন এ সড়কে চলাচল করে। যাতয়াত করে অসংখ্য পথচারী। খানা খন্দে নোংরা পানি জমে থাকায় পথচারীদের জামা-কাপড় নোংরা হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, ভ্যানসহ যানবাহনে দূর্ঘটনা লেগেই আছে।

সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, এক দিন বৃষ্টি হলে রাস্তায় ময়লাযুক্ত হাটু পানি জমে য়ায়। যা শুকাতে মাসের পর মাস লেগে যায়। একারনে দূর্ঘটনাটা লেগেই থাকে।

স্থানীয় তোরাব আলী খান জানান, রাস্তার এতোই দুরাবস্থা যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বলতে গেলে কোন সন্তান সম্ভাবা মহিলাকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে আসতে চাইলে রাস্তায় সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাভনা সৃষ্টি হয়।

নির্বাহী প্রকৌশলী, সওজ, খুলনা মোঃ তানিমুল হক জানান, সড়কের বেহাল দশার খবরটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *