অরুনি পাঠাগারের ২ সদস্য পেল আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতায় সেরা দশের পুরস্কার

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে নির্ধারিত বই পাঠ ও লিখন প্রতিযোগিতায় স্বরূপকাঠি থেকে বাংলাদেশের মধ্যে সেরা ১০ এ স্থান পেয়েছে ২জন। এরা হলেন, ঝুমা এবং নাঈম। সরকারি স্বরূপকাঠি কলেজ এর শিক্ষার্থী ঝুমা এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম। এরা দু’জনে পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার বই পুরস্কার পেয়েছেন। এ বছর অরণী পাঠাগার স্বরূপকাঠি থেকে ১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার ১২ই জুন সকালে অরনী পাঠাগার এর কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঐ বিজয়ী দুই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং অন্যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকলকে সার্টিফিকেট দেয়া হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষর্থীরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

আরনী পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার বলেন, আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ প্রতিযোগিতাটি মুলত গত ২৩সে মে ঢাকার আগারগাঁও এ মুক্তি যুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের নির্ধারিত বই যেমন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ‘খুজেফিরি’, কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা “অবরুদ্ধ অশ্রুর দিন” এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে “রাইঠেল রুপি আওরাধ”এই তিনটি পড়ে এবং তার উপর প্রবন্ধ লিখে পুরস্কার পেয়েছে। এবছর
সারা বাংলাদেশে থেকে মোট ৫০টি পাঠাগার এখানে অংশগ্রহণ করেছিলো। সেরা ১০জনকে ৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকার বই পুরস্কার দেয়া হয়। আমার অরনী পাঠাগার এর পক্ষ থেকে মোট ১৬জন শিক্ষর্থী অংশ গ্রহন করেছিলো তাদের মধ্যে সেরা ১০ এ দুইজন শিক্ষর্থী চান্স পেয়েছিলো।

আমি অসুস্থ থাকার কারনে ওদেরকে নিয়ে ঢাকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে পারিনি। তাই ওদের সেই পুরস্কার এবং সার্টিফিকেট গতকাল কামারকাঠি নবকুমার ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমাদের অরনী পাঠাগার এর অফিসে বসে পুরস্কার দিয়েছি।

উল্লেখ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকেরের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

আনোয়ার হোসেন
স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *