ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিহাটি চিড়াদধি মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগায়ের পীরগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে ৯ নং সেনগাও ইউনিয়নের কানারী গোসাইপুর রাধাগোবিন্দ মন্দিরে ৯জুন ২০২৫ সোমবার দিনব্যাপী পানিহাটি চিড়াদধি মহোৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি বাংলাদেশ ইসকন,সন্পাদক রংপুর ও রাজশাহী, অধ্যক্ষ ইসকন মন্দির গড়েয়া গোপালপুর,ঠাকুরগাঁও শ্রীমৎ ভক্তি বিনয় মহারাজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক প্রশাসক প্রফুল্ল কুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী,গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের বলিষ্ঠ ভক্ত শ্রীপাদ ব্রজনায়ক ব্রম্মচারী,পরিচালক মায়াপুর ইনস্টিটিউট গড়েয়া গোপালপুর ইসকন মন্দির,গড়য়া গোপালপুর ইসকন মন্দিরের গীতা একাডেমির পরিচালক,শ্রীপাদ সুধন্য গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমুখ।এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার মাধ্যমে শ্রীকৃষ্ণের গুনকীর্ত্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি শেষে চিড়াদধি,খিচুড়ি বিভিন্ন প্রকারের প্রশাদ বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলার মধ্যে সমাপ্তি ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *