আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই-জামায়াতের মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গত বছর ৫ আগষ্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারলেও এদেশে আল্লাহর দেয়া বিধান এখনও চালু হয়নি। তাই আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। শোষণমুক্ত, দূর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য জনশক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ ৮ জুন ২০২৫, রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠানে পৌর আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

গোদাগাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওঃ শওকত আলীর সঞ্চালনা আরও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোদাগাড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি নাজমুস সাকিব নূর প্রমূখ।

অর্থসহ কুরআন তেলাওয়াত ও বরেন্দ্র শিল্পীগোষ্ঠী পরিবেশিত সংগীত পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *