লবনচরা থানায় সন্ত্রা-স মাদ-ক দম-নে বড় সাফল্য ওসি মোঃ তৌহিদুজ্জামানের ৩ কোটির মা-দক-স্বর্ণ জ-ব্দ

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

“খুলনার লবনচরায় সন্ত্রাস-মাদক দমনে বড় সাফল্য, ৩ কোটি টাকার মাদক-স্বর্ণ জব্দ” খুলনার লবনচরা থানা সম্প্রতি সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালনে অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুরো থানা জুড়ে চলছে অপরাধ নির্মূলের ধারাবাহিক অভিযান। গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে লবনচরা থানার পুলিশ সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, মাদকবিরোধী অভিযান ছাড়াও চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, জাল টাকা, অস্ত্রধারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।থানার তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত ৯ মাসে থানার অভিযানে জব্দ করা হয়েছে- গাঁজা ১০৪ কেজি ৩৭৫ গ্রাম, ইয়াবা ৭,৪১৪ পিস, ফেনসিডিল ৪৮৬ বোতল, স্বর্ণ ১ কেজি ৭৩০.৫৩ গ্রাম এবং জাল টাকা ৫ লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান আজকের ক্রাইম নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার বি এম মনির হোসেনকে জানান, “অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিক, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” এলাকাবাসীর মতে, এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে লবনচরাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা সম্ভব হবে। লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান আরো জানান অভিযান অব্যাহত থাকবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। এভাবে আইনশৃঙ্খলা রক্ষায় লবনচরা থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ফোঁস সকলে বর্তমানে স্থানীয় জনগণের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *