আশুলিয়া থানার ওসি সোহরাব আল হোসাইনকে প্রত্যা-হার করে ডিআইজি অফিসে সংযুক্ত

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত বুধবার (৪ জুন ২০২৫ইং) সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ওসি সোহরাব আল হোসাইন ২০২৫ সালের ২০ এপ্রিল আশুলিয়া থানায় দায়িত্ব গ্রহণ করেন এবং মাত্র ছয় দিন আগে, ২৯ মে ২০২৫ইং ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হোন। তবে, তার বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

এই ঘটনাটি পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে একজন পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’র হঠাৎ প্রত্যাহার নিয়ে পুলিশ সদস্য ও জনসাধারণের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত ৫ আগষ্ট ২০২৪ইং থেকে ৯ মাসে ৫ জন ওসি আশুলিয়া থানায় রদবদলের ঘটনা ঘটেছে। আশুলিয়ায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয় আর বিভিন্ন অভিযোগ ও মামলা বাণিজ্যের কারণে অতিষ্ঠ এলাকাবাসী।

আশুলিয়া থানা পুলিশ অফিসার সূত্রে জানা গেছে, আশুলিয়ায় কিছু পুলিশ সদস্য ও কিছু কথিত সাংবাদিক থানায় অভিযোগ ও মামলা বাণিজ্য করছে আর এর দায়ে গত ৯ মাসে ৪-৫ জন ওসি রদবদল হয়েছে, ফেসবুকে কারো সম্মানহানি হয় এমন কোনো পোস্ট করা হলে এখন থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *