ঈদুল আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি
সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুছ মিয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাষ কুমার, সাংবাদিক কাজী আল আমিন, পলাশ তালুকদার, লিটন খান প্রমূখ। সভায় মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ করতে গৌরনদী বাসষ্টান্ড, টরকী, বাটাজোর, মাহিলাড়াসহ সকল ষ্টান্ড অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালণা, মহাসড়কে থ্রি-হুইলার-নসিমন-ভটিভিটি চলাচল বন্ধ ও পকেট সড়কে চলাচলযোগ্য থ্রিহু-ইলার ষ্টান্ডকে মহাসড়ক থেকে সরিয়ে গয়নাঘাট পুরানো ব্রিজের উপর ষ্টান্ডশনাক্ত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিসহ ৬টি টিম এক যোগে কাজ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *