যশোরের ঝিকরগাছায় কবরস্থানের জমি দ-খল করে স্থাপনা তৈরীর প্রতি-বাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি,যশোরঃ যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া তেতুলতলা কবরস্থানের জমি জবর দখল করে স্থাপনা নির্মান করার প্রতিবাদে শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন করেছেন নায়ড়া গ্রামবাসি। মানববন্ধনে তারা কবরস্থানের জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। 

মঙ্গলবার  বিকালে নায়ড়া গ্রামবাসীর পক্ষ থেকে মানব বন্ধন করা হয়। তারা দাবি করেন বাপ দাদার আমল থেকে নায়ড়া তেঁতুল তলা কবরস্থানে গ্রামবাসি মৃত ব্যাক্তিদের দাফন করে আসছেন। কিন্তু সম্প্রতি ফয়জুর মাষ্টার নামে এক ব্যাক্তি তার স্ত্রী তানজিলা খাতুনের নামে কবরস্থানের অংশিদার জহির উদ্দীনের কাছ থেকে ৫ শতক জমি দানপত্র করে নেন। এবং সেটা জাল বলে দাবি করেন গ্রামবাসিরা। এখন সেখানে ফয়জুর মাষ্টার গায়ের জোরে স্থাপনা নির্মান করেছেন। রাতে সেখানে অনেকে ধুমপান করা সহ গানবাজনা করেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসি। স্থাপনা নির্মানের সময় বাঁধা দেয়ায় ভাড়াটিয়া দিয়ে গ্রামবাসিদের ওপর হামলা করা হয়। এব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।  যার মামলা নম্বর জি-আর (২৪০/২৪)।

গ্রামবাসি কবর স্থানটি পুনরুদ্ধারের জন্য যশোর জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *