July 22, 2025, 5:40 am
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।
নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার ৪৭নং পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শাফিকুল ইসলাম ফরিদ, ৫নং জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মেহেদী সরোয়ার, জলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল রানা প্রমুখ।
আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টে মোট ২০টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় এনএস ফাইটার বনাম মিনি কিংস অংশ নেয়। খেলা শেষে এনএস ফাইটার ৩-০ গোলে মিনি কিংসকে পরাজিত করে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন মো. হাসিব আহম্মেদ, মোঃ তানভীর ও মোঃ রাকিব।