July 22, 2025, 5:29 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মাইলস্টোন স্কুলে বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের শো-ক বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপ -উপাচার্যের গভীর শো-ক প্রকাশ ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইউএনও ইসলামপুরের তৌহিদুর ও দ্বিতীয় বকশিগঞ্জের মাসুদ রানা উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চোখের আলো হাসপাতালে ১৫ হাজার টাকা জ-রিমানা বৈষম্যমুক্ত নীতিমালায় পদন্নোতি চায় জনতা ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা মোংলা পৌর বিএনপির কাউন্সিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ আশুলিয়ার কা-ঠগড়ায় স্ত্রীর প-রকীয়ায় ইলিম সরকার হ-ত্যার বি-চার ৫ বছরেও হয়নি দেশের বিপুলসংখ্যক ডে-থ রেফারেন্স মাম-লার জ-টিলতা জাতি জানতে চায় নতুন বাংলাদেশে কি বৈ-ষম্য থেকে যাবে? গোদাগাড়ীতে রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে গোদাগাড়ীতে ২১ হাজার ২শ ৬১টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

ঈদ উপলক্ষে গোদাগাড়ীতে ২১ হাজার ২শ ৬১টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার দুটি পৌরসভা নয়টি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল)

২১ হাজার ২ শ ৬১ টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থূের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের ঈদ উপহারের চাল পেয়ে দারুন খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

সোমবার ও মঙ্গলবার (২ জুন) ও ৩ জুন সকাল ১০ টা থেকে গোদাগাড়ী, পৌরসভা, কাঁকনহাট পৌরসভা এবং উপজেলার ৮ টি ইউনিয়নে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরন করা হয়েছে। চর আষাড়িয়াদহ ইউনিয়ন ৪ জুন বিতরণ করবেন বলে জানা গেছে।

গোদাগাড়ী পৌরসভায় ৪ হাজার ৬ শ ও কাঁকন হাট পৌরসভার ৪ হাজার ৬ শ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বরাদ্ধ করা হয়েছে।
এছাড়া ৯ টি ইউনিয়নে ১২ হাজার ৬১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বরাদ্ধ দেয়া হয়েছে।

গোদাগাড়ী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। এসময় বিশেষভাবে তদারকি করছেন বিভিন্ন নিয়োগকৃত ট্যাগ অফিসার গন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, এ পৌরসভায় ৪ হাজার ৬ শ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
এখানে এসে যদি কোন ব্যক্তি চাউল না পায় তবে খালি হাতে ফিরে যাবে না। আমার ছোট ছেলের মাটির ব্যাংক ভেঙ্গে ৫০/১০০ টাকা করে দিয়ে ইদের আনন্দ ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ। ঈদের দিন গোদাগাড়ীর ইয়াতিম ছেলে মেয়েদের সাথে ঈদ পালন করবেন, সকাল ও দুপুরে এক সাথে খাবেন বলে জানান এই কর্মকর্তা। ইমাম, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান তিনি।

গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লার প্রতিবন্ধি ফজর আলী বলেন, আমরা গরীব মানুষ। ঠিকভাবে ইনকাম করতে পারি না। দিনে যে আয় করে তা দিয়ে আমাদের সংসার চালায়। ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল পেয়ে আমি খুশি। আজকে প্রথম দেখলাম চাল বিতরণ ইউএনও স্যার নিজে বিতরণ। আমার খুবই ভাল লেগেছে। একই মন্তব্য করেন, বাসেদ।
বিভিন্ন সময় চাল বিতরণ তদারকি করতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ।

রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান টিটু বলেন, আমাদের ইউনিয়নে এবারে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেছি। ইউএনও স্যার গোদাগাড়ীর উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছন। ভিজিএফ এর তালিকা তৈরী ভালভাবে তদারকী করেছেন। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। তারা সার্বিকভাবে নির্দেশনা প্রদান করছেন।
আমি তদারকি অফিসার, থানা পুলিশ সহ সকল ইউপি সদস্যদের উপস্থিতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে চাল বিতরণ করেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একে এম মোমিনুল হক বলেন, ২ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ২১ হাজার ২ শ ৬১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বরাদ্ধ হয়েছে ও প্রতিটি পৌরসভা ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে।

মোঃ হায়দার আলী,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD