মরহুম ড. মো. আসাদুজ্জামানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

রাজশাহী থেকে মো: হায়দার আলী।। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও সাবেক চেয়ারম্যান মরহুম ড. মো. আসাদুজ্জামান -এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমডিএর পরিচালনা বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হীরক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুমের স্ত্রী, পুত্র-কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএমডিএর কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় বক্তব্যকালে বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হীরক বলেন, “ড. মো. আসাদুজ্জামান ছিলেন কৃষি উন্নয়নের একজন অগ্রপথিক। তিনি বরেন্দ্র অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে অসামান্য ভূমিকা রেখেছেন। কৃষি খাতে তাঁর অবদান স্মরণীয় করে রাখতে আমি রাষ্ট্রের কাছে তাঁর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের দাবি জানাই।”

তিনি আরও প্রস্তাব করেন, বিএমডিএর নতুন ভবনের অডিটোরিয়ামের নাম মরহুম ড. মো. আসাদুজ্জামান -এর নামে নামকরণ করা হোক।

শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *