July 22, 2025, 5:28 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীর কাছে ১৫ লা-খ টাকা চাঁ-দা দাবি-বাড়ি ঘর ভাং-চুরের অভি-যোগ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জ-রিমানা মান্নার গাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন আবু হেনা আহবায়ক ইসমাইল আলী যুগ্ম আহবায়ক মাইলস্টোনে নিহ-তদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে-দোয়া মাহফিল জুলাই চেতনার বাস্তবায়নে মাদারীপুরে ইসলামী যুব আ-ন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরু-দ্ধে চাঁ-দাবাজির মা-মলা বিনয়কাঠিতে ছি-নতাইয়ের অভি-যোগে জনগনের হাতে আ-টক ২ পুলিশে সোপর্দ  আটোয়ারীতে ভেজা-ল জ্বা-লানী তেলে সয়লাব উত্তরায় যু-দ্ধবিমান বি-ধ্বস্ত–উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অ-নভিপ্রেত ঘটনায় সেনার বিজ্ঞপ্তি বাংলাদেশ কোস্ট গার্ডের অভি-যানে ২৬৪ ক্যান বিদেশি বি-য়ার জ-ব্দ
রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

প্রেস বিজ্ঞপ্তি

২৮ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন রংপুর ও গাইবান্ধা জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।

যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

১। এম এস ব্রিকস ফিল্ড, একবারপুর, মধ্যপাড়া, পীরগঞ্জ রংপুর। 

২। এস এম ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, বড়জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

৩। মেসার্স শিখা ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, বড়জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

৪। এ আর এস ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

৫। এ এস বি ব্রিকস, সাহার বাজার, খামার বল্লমঝাড়, সদর, গাইবান্ধা। 

৬। কে এ ব্রিকস, কাজলের ঢোপ, সাদুল্লাপুর রোড, সদর, গাইবান্ধা। 

৭। এস এন্ড এস ব্রিকস, খোলাবাড়ি, বল্লমঝাড়, সদর, গাইবান্ধা। 

৮। এইচ বি সি ব্রিকস, সাহারভিটা, খোলাহাটি, সদর, গাইবান্ধা। 

৮। রুসদা ব্রিকস, পূর্ব ছাপড়হাটী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

৯। রুসদা ব্রিকস-১, বোয়ালীর পূর্ব পাশের্ব, নতুন দুলাল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১০। মেসার্স দেওয়ান ব্রিকস, সতীরজান, ধুবনীবাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১১। মেসার্স জে এস ব্রিকস, মজুমদার হাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১২। এম এস ব্রিকস, পাঁচগাছী, মজুমদারহাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১৩। সোনালী ব্রিকস, কে কৈ কাশদহ, বাজার পাড়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১৪। থ্রি এস ব্রিকস, শোভাগঞ্জ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১৫। মেসার্স এম আর ব্রিকস, পশ্চিম ছাপড়হাটি, মন্ডলের হাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

১৬। এস এস ব্রিকস, থানসিংহপুর, সদর, গাইবান্ধা। 

১৭। এস এস ব্রিকস, হরিণাবাড়ি, পলাশবাড়ী, গাইবান্ধা। 

১৮। এ বি ডি ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা। 

১৯। ফ্রেন্ডস ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা।

২০। মেসার্স জেড এ ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা।

২১। বি এম কে ব্রিকস-১, ত্রিমোহনী, ফুলবাড়ি, সদর, গাইবান্ধা।

২২। বি এম কে ব্রিকস-২, টেপা পদুমশহর, সাঘাটা, গাইবান্ধা। 

২৩। এম এম আর ব্রিকস, রিফাইতপুর, বদিয়াখালী, সদর, গাইবান্ধা। 

যে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

১। মেসার্স বি ই বি ব্রিকস-১, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর; ব্যান্ড: বিইবি, মামলা নং- ৫৭/২৫

২। মেসার্স বি ই বি ব্রিকস-২, চকশোলাগাড়ী, লালদিঘী, পীরগঞ্জ, রংপুর; ব্যান্ড: বিইবি, মামলা নং- ৫৮/২৫

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD