প্রান্তিক জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তন পোস্টার প্রদর্শনীতে প্রথম হলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না ‎

বেতাগী‎ (বরগুনা) প্রতিনিধি

‎বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত যুব উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎এ অনুষ্ঠানে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের করণীয়’ ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন প্রক্রিয়ায় যুবদের ভূমিকা’ বিষয়ক পোস্টার প্রদর্শনী ২ টি বিষয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বেতাগী উপজেলার যুব ফোরামের আহবায়ক ও যুব সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না।

‎গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় যুব উৎসব। এ অনুষ্ঠানে বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী সহ ৬টি উপজেলা অংশ গ্রহণ করে। এ যুব উৎসব বাস্তবায়নে সহায়তায় করেছে বরগুনা জেলা প্রশাসন ও রূপান্তর।

‎যুব উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক জনাব অধ্যাপক আনোয়ারুল কাদির।

‎সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জেলা নাগরিক প্লটফর্ম এর সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সিপিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,লোকবেতার এর পরিচালক মহির হোসেন কালাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *