July 23, 2025, 4:22 pm
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ নিখোঁজের ৪ দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছেন।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। যুবক সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। সবুজ মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। ৪ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজির করার পরেও তার সন্ধান মেলেনি। এমতবস্থায় সোমবার সকালে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তার পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ নিয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। তারপরও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।